"দুর্গাপুর এর মহানাগরিক হিসেবে প্রথমেই জাতি-ধর্ম- দল-মত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি দায়বদ্ধ সুষ্ঠ নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। "দুর্গাপুর এর মহানাগরিক হিসেবে প্রথমেই জাতি-ধর্ম- দল-মত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি দায়বদ্ধ সুষ্ঠ নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে।
আমি আপনাদের পাশে আছি-আপনারাও আমার পাশে থাকবেন তার প্রত্যাশা রাখি।
আমার আদর্শ - আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে দেওয়া পথে এগিয়ে যাওয়াই আমার লক্ষ।
দুর্গাপুর নগর নিগমের দৃঢ় প্রত্যয় :-
সর্বস্তরের মানুষের কল্যাণ
উন্নত পরিষেবা
উন্নততর ও পরিচ্ছন্নতর দুর্গাপুর গড়ে তোলা
জল, বিদ্যুৎ ও নিকাশী ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো।
সকলের জন্য নগরনিগম এই বাণীকে পাথেয় করে - কাজের মাধ্যমে তা সুপ্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ।
দুর্গাপুর প্রথমে শিল্প তার পরে পরে শিক্ষা- সংস্কৃতি-স্বাস্থ্য শহর।
তার সুনাম ধরে রাখা এবং আরও উন্নততর করাই হোক আমাদের পাখির চোখ।
আপনারা সবাই ভালো থাকুন অন্যকে ভালো রাখুন- দুর্গাপুর নগর নিগমের সঙ্গে থাকুন। নগর নিগম আপনাদের পাশে সবসময়।
ধন্যবাদ।"
Smt.Anindita Mukherjee.
Hon'ble Mayor, DMC